Spread the love

NIN365 Desk, Kolkata :  অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বন্ধন নিয়ে অনেক আলোচনাই চলছে চারিদিকে। অনেক কিছু বলাও হচ্ছে, লেখালিখিও চলছে হয়। তাঁদের ভক্তেরাও রীতিমতো তাকিয়ে শেষপর্যন্ত কী হতে পারে। তাঁদের দু’জনের মধ্যে ঝামেলা নিয়ে নানা ধরনের আলোচনা গুঞ্জনও শোনা যাচ্ছে। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, ঐশ্বর্য ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু, কন্যা আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে বাবা-মাকে যৌথভাবে উপস্থিত হতে দেখা যায়। যে কারণে অনেকেই এই দম্পতির মধ্যে ডিভোর্সের সমস্ত গুজবও উড়িয়ে দিয়েছেন।

ঐশ্বর্য রাই বচ্চন বা অভিষেক বচ্চন কেউই এই গুজবের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি। তবে এটাই প্রথম নয়, তাঁদের বিবাহবিচ্ছেদের খবরও শিরোনামে এসেছে। অতীতেও, অভিষেক বচ্চন তাঁদের বিচ্ছেদের কথা বলে ট্রোলারদের ব্যঙ্গাত্মকভাবে জবাব দিয়েছিলেন।

২০১৪ সালে, অভিষেক বচ্চন তার ‘X হ্যান্ডেল’ এ একটি ব্যঙ্গাত্মক উত্তর দেওয়ার জন্য ট্রোলারদের নিন্দার মুখে ঝামা ঘষে দিয়েছিলেন। প্রায় বছর দশেক আগেও ব্যাপকভাবে বিবাহবিচ্ছেদের গুজব উঠেছিল। তিনি লিখেছেন, ‘ঠিক আছে… আমি বিশ্বাসও করি আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আমাকে জানানোর জন্য ধন্যবাদ! আপনারা কি আমাকে বলতে পারবেন কখন আমি আবার বিয়ে করব? অগ্রিম ধন্যবাদ।’

পরে একটি সাক্ষাৎকারে, বিবাহবিচ্ছেদের এই গুজবগুলি কেন তাঁকে প্রভাবিত করে না, সে সম্পর্কেও তিনি দীর্ঘ কথা বলেছিলেন। অভিষেক বচ্চন বলেছিলেন, ঐশ্বর্য এবং তাঁকে কীভাবে তাঁদের জীবন পরিচালনা করা উচিত তা তিনি তৃতীয় কাউকে ঠিক করতে দেবেন না। তিনি বলেন, তিনি পাবলিক ফিগার হলেও সবসময় মিডিয়াকে খুশি করতে পারবেন না। ছোটে বচ্চনের কথায়, ‘সে জানে আমি তাঁকে কতটা ভালোবাসি এবং আমি জানি সে আমাকে কতটা ভালোবাসে। আমার বিয়ে এবং আমার জীবন মিডিয়া যা বলবে, সেই অনুযায়ী নির্ধারিত হবে না।’

২০০৭ সালের এপ্রিল মাসে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন কয়েক বছর ডেট করার পর গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়ে একটি অসাধারণ ব্যাপার ছিল। অনেক সেলিব্রিটি এই বিগ ফ্যাট বলিউডি বিয়েতে উপস্থিত হয়েছিলেন। ২০১১ সালে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেকের কন্যা আরাধ্যার জন্ম হয়। অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যাকে বহুবার দেখা গিয়েছে একসঙ্গে সমাজমাধ্যমে। তবে তারপরেও বিভিন্ন সময় রটে যাওয়া নানা ধরনের খবরে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য , পূর্বে ২০১৪ সালে, অভিষেক বচ্চন তার ‘X হ্যান্ডেল’ এ একটি ব্যঙ্গাত্মক উত্তর দেওয়ার জন্য ট্রোলারদের নিন্দার মুখে ঝামা ঘষে দিয়েছিলেন। প্রায় বছর দশেক আগেও ব্যাপকভাবে বিবাহবিচ্ছেদের গুজব উঠেছিল। তিনি লিখেছেন, ‘ঠিক আছে… আমি বিশ্বাসও করি আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আমাকে জানানোর জন্য ধন্যবাদ! আপনারা কি আমাকে বলতে পারবেন কখন আমি আবার বিয়ে করব? অগ্রিম ধন্যবাদ।’

পরে একটি সাক্ষাৎকারে, বিবাহবিচ্ছেদের এই গুজবগুলি কেন তাঁকে প্রভাবিত করে না, সে সম্পর্কেও তিনি দীর্ঘ কথা বলেছিলেন। অভিষেক বচ্চন বলেছিলেন, ঐশ্বর্য এবং তাঁকে কীভাবে তাঁদের জীবন পরিচালনা করা উচিত তা তিনি তৃতীয় কাউকে ঠিক করতে দেবেন না। তিনি বলেন, তিনি পাবলিক ফিগার হলেও সবসময় মিডিয়াকে খুশি করতে পারবেন না। ছোটে বচ্চনের কথায়, ‘সে জানে আমি তাঁকে কতটা ভালোবাসি এবং আমি জানি সে আমাকে কতটা ভালোবাসে। আমার বিয়ে এবং আমার জীবন মিডিয়া যা বলবে, সেই অনুযায়ী নির্ধারিত হবে না।’

২০০৭ সালের এপ্রিল মাসে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন কয়েক বছর ডেট করার পর গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়ে একটি অসাধারণ ব্যাপার ছিল। অনেক সেলিব্রিটি এই বিগ ফ্যাট বলিউডি বিয়েতে উপস্থিত হয়েছিলেন। ২০১১ সালে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেকের কন্যা আরাধ্যার জন্ম হয়। অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যাকে বহুবার দেখা গিয়েছে একসঙ্গে সমাজমাধ্যমে। তবে তারপরেও বিভিন্ন সময় রটে যাওয়া নানা ধরনের খবরে জল্পনা তুঙ্গে।

Spread the love

DISCLAIMER

Our news media denounces any form of bias and disapproves of sensationalism. The disseminated news is entirely educational and aimed at social awareness. Our media maintains absolute impartiality, adhering solely to the purpose of education and social consciousness.

Share.
Leave A Reply

Exit mobile version