NIN365 Desk, Kolkata : প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ! মলদ্বীপ নিয়ে ক্রমশ বাড়ছে বিতর্ক। মলদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ-পর্যটন কেন্দ্র হিসাবে কোনটা সেরা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনকে প্রচার নিয়েই আপত্তি মলদ্বীপের। সে দেশের এক নেতার দাবি, নাম না করলেও মলদ্বীপকে ‘হেয়’ করেছেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাবে ভারত ও দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমতাবস্থায় #exploreindianislands অর্থাৎ ভারতের দ্বীপপুঞ্জের হয়ে প্রচার চালাতে গিয়েই বিপাকে রণবীর সিং।
You are promoting Indian islands while putting a picture of Maldives.
What is wrong with you, Ranveer? pic.twitter.com/lf0VAWE2GJ
— Suraj Balakrishnan (@SurajBala) January 8, 2024
লাক্ষাদ্বীপের পরিবর্তে ভুল করে মালদ্বীপের ছবি পোস্ট করে তিনি লিখে ফেললেন, “চলুন ভারতের দ্বীপে যাই। এই বছর ভারতীয় সংস্কৃতিকে উদযাপন করি”। ডিজিটাল মিডিয়ার যুগে রণবীরের এই ভুল নজর এড়ায়নি নেটিজেনদের। মারাত্মক সমালোচনার মুখে তিনি। রণবীর ওই পোস্ট মুছে দিলেও স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। নেটিজেনদের বক্তব্য, “তুমি কি করে এমন করতে পার রণবীর? লাক্ষাদ্বীপের প্রচার করছ মালদ্বীপের ছবি দিয়ে!”
প্রসঙ্গত, রণবীর ভুল করলেও সারা আলি খান থেকে অক্ষয় কুমার কিন্তু লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করেই ভারতীয় দ্বীপপুঞ্জ ভ্রমণের ডাক দিয়েছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “ভারতই সবথেকে বেশি পর্যটক পাঠায় মলদ্বীপে এবং সর্বদা পড়শি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাহলে কেন এই ধরনের ঘৃণা সহ্য করতে হবে। নিজেদের মর্যাদা বজায় রাখতে দেশের দ্বীপগুলিই ভ্রমণ করতে হবে।”
You are promoting Indian islands while putting a picture of Maldives.
What is wrong with you, Ranveer? pic.twitter.com/lf0VAWE2GJ
— Suraj Balakrishnan (@SurajBala) January 8, 2024
উল্লেখ্য, মলদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ-পর্যটন কেন্দ্র হিসাবে কোনটা সেরা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনকে প্রচার নিয়েই আপত্তি মলদ্বীপের। সে দেশের এক নেতার দাবি, নাম না করলেও মলদ্বীপকে ‘হেয়’ করেছেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাবে ভারত ও দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমতাবস্থায় #exploreindianislands অর্থাৎ ভারতের দ্বীপপুঞ্জের হয়ে প্রচার চালাতে গিয়েই বিপাকে রণবীর সিং।
লাক্ষাদ্বীপের পরিবর্তে ভুল করে মালদ্বীপের ছবি পোস্ট করে তিনি লিখে ফেললেন, “চলুন ভারতের দ্বীপে যাই। এই বছর ভারতীয় সংস্কৃতিকে উদযাপন করি”। ডিজিটাল মিডিয়ার যুগে রণবীরের এই ভুল নজর এড়ায়নি নেটিজেনদের। মারাত্মক সমালোচনার মুখে তিনি। রণবীর ওই পোস্ট মুছে দিলেও স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। নেটিজেনদের বক্তব্য, “তুমি কি করে এমন করতে পার রণবীর? লাক্ষাদ্বীপের প্রচার করছ মালদ্বীপের ছবি দিয়ে!”
প্রসঙ্গত, রণবীর ভুল করলেও সারা আলি খান থেকে অক্ষয় কুমার কিন্তু লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করেই ভারতীয় দ্বীপপুঞ্জ ভ্রমণের ডাক দিয়েছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “ভারতই সবথেকে বেশি পর্যটক পাঠায় মলদ্বীপে এবং সর্বদা পড়শি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাহলে কেন এই ধরনের ঘৃণা সহ্য করতে হবে। নিজেদের মর্যাদা বজায় রাখতে দেশের দ্বীপগুলিই ভ্রমণ করতে হবে।”
DISCLAIMER
Our news media denounces any form of bias and disapproves of sensationalism. The disseminated news is entirely educational and aimed at social awareness. Our media maintains absolute impartiality, adhering solely to the purpose of education and social consciousness.