NIN365 Desk, Kolkata : রেশন বণ্টন দুর্নীতিতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে দুষ্কৃতী হামলার মুখে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাদ পড়লেন না সাংবাদিকরাও। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হামলার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না একাধিক ইডি আধিকারিক ও সাংবাদিকের।
এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তৃণমূল সরকারই চাইছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক।’ ঘটনার পর টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। এমনকী অমিত শাহকে ফোন করে ঘটনার বিবরণ দিয়েছেন শুভেন্দু।
বলে রাখি, চলতি সপ্তাহেই বসিরহাটে বিজেপির এক জনসভা থেকে শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দেবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী – পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এর পর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটো রিকশয় করে এলাকা ছাড়েন তাঁরা। এর পর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।
একই সঙ্গে আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। তাদেরও বেধড়ক মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রাংশ। একাধিক সাংবাদিকের মাথা ফেটেছে। আহত হয়েছেন অনেকে।
ঘটনার (ED attacked in Sandeshkhali) প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে। ধীরে ধীরে বেশ কয়েকজন তদন্তকারী আধিকারিকরা কোনও রকমে সিজিও কমপ্লেক্সে ফিরে এসেছেন। কিন্ত্য এখনও পর্যন্ত ওই দুই অফিসারের খোঁজ মিলছে না।
আর তা নিয়েই ক্রমশ উদ্বেগ বাড়ছে। যদিও পুরো ঘটনার উপর ইডির তরফে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বাসন্তী হাইওয়ের কাছে বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে তাদের কাজে লাগানো হতে পারে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে হামলায় (ED attacked in Sandeshkhali) তদন্তকারীদের একাধিক মোবাইল ছিনতাই করা হয়েছে। এমনকি তদন্তকারীদের সঙ্গে থাকা একটি ল্যাপটপেরও খোঁজ মিলছে না। ওই ল্যাপটপে রেশন দুর্নীতির একাধিক তথ্য রয়েছে বলে জানা গিয়েছে।
আর সেটির খোঁজ না মেলাইয় চিন্তায় আধিকারিকরা। পাশাপাশি সন্দেশখালির ঘটনার পরে কি পদক্ষেপ তা নিয়েও ইডির তরফে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি আইনি পরামর্শ নিচ্ছেন আধিকারিকরা। খুব সম্ভবত এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করা হতে পারে বলেও খবর।
ইতিমধ্যে ঘটনার (ED attacked in Sandeshkhali) বিস্তারিত রিপোর্ট দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে পাঠানো হয়েছে। কীভাবে এই হামলা তাও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে সক্রিয় হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বাংলায় জঙ্গলরাজ (ED attacked in Sandeshkhali) চলছে বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। আর তা নেওয়া না হলে সংবিধান মেনে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন রাজ্যপাল বোস। পাশাপাশি ইতিমধ্যে রাজভবনে রাজ্য পুলিশের ডিজি সহ আধিকারিকদের তলব করেছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
DISCLAIMER
Our news media denounces any form of bias and disapproves of sensationalism. The disseminated news is entirely educational and aimed at social awareness. Our media maintains absolute impartiality, adhering solely to the purpose of education and social consciousness.