Spread the love

NIN365 Desk, Kolkata  :  কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের মামলায় পর পর বিস্ফোরক তথ্য উঠে আসছে, তাতে একে আমেরিকার (US) বৃহত্তম যৌন কেচ্ছা বলে ধরা হচ্ছে। বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্পের মতো জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বের নাম ইতিমধ্যেই মিলেছে নথিতে। তৃতীয় পর্ব প্রকাশের পর তালিকা আরও দীর্ঘ হল। তবে যাঁদের নাম রয়েছে, সকলেই যে ধনকুবেরের অপরাধ সম্পর্কে জানতেন তা নয়। অনেকেই ছিলেন স্রেফ পরিচিত। কিন্তু এপস্টাইনের পিডো দ্বীপের বিলাসবহুল প্রাসাদে গিয়েছেন।কী হত সেখানে? অভিযোগ, সেই প্রাসাদে রীতিমতো চলত যৌনচক্র। নাবালিকা, এমনকী শিশুদের দিয়েই চালানো হত ওই চক্র! লোলিটা এক্সপ্রেস নামে এপস্টাইনের ব্যক্তিগত বিমানে সারা পৃথিবী থেকে অতিথিরা এখানে আসতেন। হলিউডের প্রযোজক, যে ইতিমধ্যেই ধর্ষক হিসেবে অভিযুক্ত, সেই হার্ভে ওয়েইনস্টেনও এপস্টেইনের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন বলে অভিযোগ।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের (Jeffrey Epstein) মামলার তৃতীয় দফার নথি প্রকাশ পেল নিউ ইয়র্কে। শুক্রবার আদালতে পেশ হওয়া নথিতে মিলল নানা বিস্ফোরক তথ্য। নাম জড়াল প্রায় দেড়শো বিখ্যাত মানুষের। যার মধ্যে রয়েছে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের (Hillary Clinton) নামও। রয়েছে হলিউডের প্রখ্যাত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ, ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল, পরিচালক জর্জ লুকাসের মতো ব্যক্তিত্বদের নামও।

কী হত সেখানে? অভিযোগ, সেই প্রাসাদে রীতিমতো চলত যৌনচক্র। নাবালিকা, এমনকী শিশুদের দিয়েই চালানো হত ওই চক্র!লোলিটা এক্সপ্রেস নামে এপস্টাইনের ব্যক্তিগত বিমানে সারা পৃথিবী থেকে অতিথিরা এখানে আসতেন। হলিউডের প্রযোজক, যে ইতিমধ্যেই ধর্ষক হিসেবে অভিযুক্ত, সেই হার্ভে ওয়েইনস্টেনও এপস্টেইনের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন বলে অভিযোগ।

উল্লেখ্য, বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্পের মতো জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বের নাম ইতিমধ্যেই মিলেছে নথিতে। তৃতীয় পর্ব প্রকাশের পর তালিকা আরও দীর্ঘ হল। তবে যাঁদের নাম রয়েছে, সকলেই যে ধনকুবেরের অপরাধ সম্পর্কে জানতেন তা নয়। অনেকেই ছিলেন স্রেফ পরিচিত। কিন্তু এপস্টাইনের পিডো দ্বীপের বিলাসবহুল প্রাসাদে গিয়েছেন।কী হত সেখানে? অভিযোগ, সেই প্রাসাদে রীতিমতো চলত যৌনচক্র। নাবালিকা, এমনকী শিশুদের দিয়েই চালানো হত ওই চক্র! লোলিটা এক্সপ্রেস নামে এপস্টাইনের ব্যক্তিগত বিমানে সারা পৃথিবী থেকে অতিথিরা এখানে আসতেন। হলিউডের প্রযোজক, যে ইতিমধ্যেই ধর্ষক হিসেবে অভিযুক্ত, সেই হার্ভে ওয়েইনস্টেনও এপস্টেইনের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন বলে অভিযোগ।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের (Jeffrey Epstein) মামলার তৃতীয় দফার নথি প্রকাশ পেল নিউ ইয়র্কে। শুক্রবার আদালতে পেশ হওয়া নথিতে মিলল নানা বিস্ফোরক তথ্য। নাম জড়াল প্রায় দেড়শো বিখ্যাত মানুষের। যার মধ্যে রয়েছে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের (Hillary Clinton) নামও। রয়েছে হলিউডের প্রখ্যাত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ, ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল, পরিচালক জর্জ লুকাসের মতো ব্যক্তিত্বদের নামও।

কী হত সেখানে? অভিযোগ, সেই প্রাসাদে রীতিমতো চলত যৌনচক্র। নাবালিকা, এমনকী শিশুদের দিয়েই চালানো হত ওই চক্র!লোলিটা এক্সপ্রেস নামে এপস্টাইনের ব্যক্তিগত বিমানে সারা পৃথিবী থেকে অতিথিরা এখানে আসতেন। হলিউডের প্রযোজক, যে ইতিমধ্যেই ধর্ষক হিসেবে অভিযুক্ত, সেই হার্ভে ওয়েইনস্টেনও এপস্টেইনের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন বলে অভিযোগ।

Spread the love

DISCLAIMER

Our news media denounces any form of bias and disapproves of sensationalism. The disseminated news is entirely educational and aimed at social awareness. Our media maintains absolute impartiality, adhering solely to the purpose of education and social consciousness.

Share.
Leave A Reply

Exit mobile version