NIN365 Desk, Kolkata : পৌষ-শেষে অবশেষে শীত ফিরছে বাংলায়। হালকা শীত ফেরার আশা কলকাতায়। গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত কার্যত ঠান্ডা নেই বললেই চলে। সকালের দিকে শীত অনুভূত হলেও দুপুরে গরম জামা না পরলেও চলছে। অবশেষে শীতপ্রেমীদের জন্য সুখবর দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। ১০ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। পশ্চিমী ঝঞ্ঝা সরলেই ঠান্ডা হওয়ার দাপট বাড়বে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। আজ পুরুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি নেমে গিয়েছে। শ্রীনিকেতনে তাপমাত্রা ১১ ডিগ্রি নেমেছে। কলকাতার তাপমাত্রা ১৬.১ ডিগ্রি তাপমাত্রা।
উল্লেখ্য, এ দিকে, উত্তরবঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। বুধবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তর্ণ এলাকা। জাকিয়ে শীত ডুয়ার্স জুড়ে। ঠান্ডায় জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর। তাপমাত্রা পারদ নামলো ৯ ডিগ্রিতে। যে ঠান্ডার অপেক্ষা দীর্ঘদিন থেকে করছিলেন ডুয়ার্সবাসী। ঘন কুয়াশা চাদরে ডেকেছে ধূপগুড়ি শহরসহ গোটা ডুয়ার্স। জাতীয় সড়ক রাজ্য সড়কে দূরপাল্লার লরি গুলিকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে দৃশ্যমানতা কম থাকায়।
বলাবাহুল্য, হালকা শীত ফেরার আশা কলকাতায়। গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত কার্যত ঠান্ডা নেই বললেই চলে। সকালের দিকে শীত অনুভূত হলেও দুপুরে গরম জামা না পরলেও চলছে। অবশেষে শীতপ্রেমীদের জন্য সুখবর দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। ১০ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। পশ্চিমী ঝঞ্ঝা সরলেই ঠান্ডা হওয়ার দাপট বাড়বে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। আজ পুরুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি নেমে গিয়েছে। শ্রীনিকেতনে তাপমাত্রা ১১ ডিগ্রি নেমেছে। কলকাতার তাপমাত্রা ১৬.১ ডিগ্রি তাপমাত্রা।
উল্লেখ্য, এ দিকে, উত্তরবঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। বুধবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তর্ণ এলাকা। জাকিয়ে শীত ডুয়ার্স জুড়ে। ঠান্ডায় জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর। তাপমাত্রা পারদ নামলো ৯ ডিগ্রিতে। যে ঠান্ডার অপেক্ষা দীর্ঘদিন থেকে করছিলেন ডুয়ার্সবাসী। ঘন কুয়াশা চাদরে ডেকেছে ধূপগুড়ি শহরসহ গোটা ডুয়ার্স। জাতীয় সড়ক রাজ্য সড়কে দূরপাল্লার লরি গুলিকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে দৃশ্যমানতা কম থাকায়।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। ১০ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। পশ্চিমী ঝঞ্ঝা সরলেই ঠান্ডা হওয়ার দাপট বাড়বে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। আজ পুরুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি নেমে গিয়েছে। শ্রীনিকেতনে তাপমাত্রা ১১ ডিগ্রি নেমেছে। কলকাতার তাপমাত্রা ১৬.১ ডিগ্রি তাপমাত্রা।
DISCLAIMER
Our news media denounces any form of bias and disapproves of sensationalism. The disseminated news is entirely educational and aimed at social awareness. Our media maintains absolute impartiality, adhering solely to the purpose of education and social consciousness.