NIN365 Desk, Kolkata : উদয়পুরের তাজ লেক প্যালেসে ৮ জানুয়ারি বসছে ইরা খানের বিবাহ আসর (Ira Khan Wedding)। দিন তিনেক আগেই আয়োজন খতিয়ে দেখতে চলে গিয়েছেন বাবা আমির খান (Aamir Khan)। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন। মেয়ের বিয়েতে কোনও খামতি রাখছেন না মিস্টার পারফেকশনিস্ট! অথচ নিজে কিনা মাত্র ১০ টাকা খরচ করে বিয়ে সেরেছিলেন।
বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে গটা উদয়পুরের ভিউ পাওয়া যায়। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাঁদের জন্যও বিশেষ আয়োজন রয়েছে। ইরা খান ইতিমধ্যেই বিয়ের কার্ড শেয়ার করেছেন। শুধু তাই নয়, প্রাক বিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল ‘শ্বশুর’ আমির খানকে।
আমিরের প্রথম বিয়ের কথা। মুম্বইয়ের ২১১ নম্বর বাসে ৫০ পয়সার টিকিট কেটে রিনা দত্তর সঙ্গে পালিয়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। কী ঘটেছিল সেদিন? বান্দ্রা ওয়েস্ট স্টেশনে নেমেই ব্রিজ পার করেন অভিনেতা। তারপর সোজা হাইওয়ে অবধি হেঁটে চলে যান। সেখানে গৃহনির্মান ভবনের ম্যারেজ রেজিস্টার অফিসে যান। তারপর যৎসামান্য খরচায় পরিণতি পায় রিনা-আমিরের প্রেম। যদিও ১৬ বছরের বেশি টেকেনি তাঁদের দাম্পত্য! তবে তাঁদের প্রথম সন্তান, মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন বলিউড সুপারস্টার।
উল্লেখ্য, ৮ জানুয়ারি বসছে ইরা খানের বিবাহ আসর (Ira Khan Wedding)। দিন তিনেক আগেই আয়োজন খতিয়ে দেখতে চলে গিয়েছেন বাবা আমির খান (Aamir Khan)। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন। মেয়ের বিয়েতে কোনও খামতি রাখছেন না মিস্টার পারফেকশনিস্ট! অথচ নিজে কিনা মাত্র ১০ টাকা খরচ করে বিয়ে সেরেছিলেন।
বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে গটা উদয়পুরের ভিউ পাওয়া যায়। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাঁদের জন্যও বিশেষ আয়োজন রয়েছে। ইরা খান ইতিমধ্যেই বিয়ের কার্ড শেয়ার করেছেন। শুধু তাই নয়, প্রাক বিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল ‘শ্বশুর’ আমির খানকে।
আমিরের প্রথম বিয়ের কথা। মুম্বইয়ের ২১১ নম্বর বাসে ৫০ পয়সার টিকিট কেটে রিনা দত্তর সঙ্গে পালিয়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। কী ঘটেছিল সেদিন? বান্দ্রা ওয়েস্ট স্টেশনে নেমেই ব্রিজ পার করেন অভিনেতা। তারপর সোজা হাইওয়ে অবধি হেঁটে চলে যান। সেখানে গৃহনির্মান ভবনের ম্যারেজ রেজিস্টার অফিসে যান। তারপর যৎসামান্য খরচায় পরিণতি পায় রিনা-আমিরের প্রেম। যদিও ১৬ বছরের বেশি টেকেনি তাঁদের দাম্পত্য! তবে তাঁদের প্রথম সন্তান, মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন বলিউড সুপারস্টার।
DISCLAIMER
Our news media denounces any form of bias and disapproves of sensationalism. The disseminated news is entirely educational and aimed at social awareness. Our media maintains absolute impartiality, adhering solely to the purpose of education and social consciousness.