NIN365 Desk, Kolkata : আবারো নক্ষত্রপতন ! বাংলা তথা দেশের কিংবদন্তি সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খানের যবনিকা পতন! জীবনের মাত্র ৫৫টি বসন্ত দেখে বিদায় নিলেন পৃথিবী থেকে। প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। কলকাতার পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শিল্পীর মৃত্যুর খবর জানান হাসপাতালের এক চিকিৎসক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী কাল, অর্থাৎ বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর। তার আগে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন শিল্পীর অনুরাগীরা। (Rashid Khan Last Rites)
ভেন্টিলেটরে রেখেই চিকিৎসা হচ্ছিল শিল্পীর। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি বলে জানিয়ছেন চিকিৎসকেরা। শিল্পীর মৃত্যুর কথা জানাতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রীও। ব্যক্তিগত সম্পর্কের কথা যেমন তুলে ধরেন, তেমনই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করা রশিদ, শুধুমাত্র বাংলাকে ভালবেসে, এই বাংলায় থেকে গিয়েছিলেন বলে জানান। (Rashid Khan Demise)
বাংলার প্রতি নিজের ভালবাসার কথা শিল্পী নিজেও একাধিক বার জানিয়েছেন। ‘পদ্মভূষণ’ পেয়ে বাংলাকেই সেই সম্মান উৎসর্গ করেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গ আমাকে অসম্ভব ভালবাসা দিয়েছে। আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন রাজ্যের মানুষ। আমিও ওঁঁদের খুব ভালবাসি। এই পুরস্কার আমার জন্য নয়, এই পুরস্কার পশ্চিমবঙ্গের, রাজ্যের মানুষের। তাঁদেরকেই এই পুরস্কার উৎসর্গ করলাম।”
শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থেকে শেষকৃত্যের খুঁটিনাটিও এদিন মুখ্যমন্ত্রীই সকলকে জানান। তিনি জানান, বুধবার সন্ধে ৬টা পর্যন্ত হাসপাতালেই থাকবে শিল্পীর মরদেহ। তার পর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের দায়িত্ব শিল্পীর দেহ ‘পিস ওয়র্ল্ডে’ নিয়ে গিয়ে রাখবেন। আজ রাতে সেখানেই থাকবে শিল্পীর দেহ। তার পর বুধবার সকাল ৯.৩০টায় ‘পিস ওয়র্ল্ড’ থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারকে অনুরোধ করে রবীন্দ্র সদনে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে,যাতে সেখানে শিল্পীকে শেষ বার দেখতে পারেন অনুরাগীরা, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সকলে। দুপুর ১টা নাগাদ কলকাতা পুলিশের তরফে রবীন্দ্র সদনেই গান স্যালুট জানানো হবে শিল্পীকে। তার পর শিল্পীর মরদেহ বাড়িতে নিয়ে যাবেন তাঁর পরিবারের লোকজন।
ইসলাম ধর্মাবলম্বী রশিদের পরিবার তাঁর শেষকৃত্য সেই অনুযায়ীই করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়ম মেনে বাড়ি নিয়ে গিয়ে শিল্পীর মরদেহকে স্নান করানো হবে। তার পর কবরস্থানে শেষকৃত্য হবে তাঁর। শিল্পীকে সমাধিস্থ করতে টালিগঞ্জের কবরস্থানকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই যাবতীয় রীতিনীতি মেনে সমাধিস্থ করা হবে শিল্পীকে। দীর্ঘ কর্মজীবনে একাধিক সম্মান পেয়েছেন শিল্পী, সেই তালিকায় রয়েছে, ‘পদ্মশ্রী’, ‘বঙ্গভূষণ’, ‘পদ্মভূষণ’, ‘সাহিত্য নাটক অকাদেমি পুরস্কার’। শিল্পী চলে গিয়েছেন, এখনও বিশ্বাস হচ্ছে না, গায়ে কাঁটা দিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পীর পরিবারের অভিভাবকের ভূমিকায় আগামী দিনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আজ রাতে সেখানেই থাকবে শিল্পীর দেহ। তার পর বুধবার সকাল ৯.৩০টায় ‘পিস ওয়র্ল্ড’ থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারকে অনুরোধ করে রবীন্দ্র সদনে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে,যাতে সেখানে শিল্পীকে শেষ বার দেখতে পারেন অনুরাগীরা, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সকলে। দুপুর ১টা নাগাদ কলকাতা পুলিশের তরফে রবীন্দ্র সদনেই গান স্যালুট জানানো হবে শিল্পীকে। তার পর শিল্পীর মরদেহ বাড়িতে নিয়ে যাবেন তাঁর পরিবারের লোকজন।
ইসলাম ধর্মাবলম্বী রশিদের পরিবার তাঁর শেষকৃত্য সেই অনুযায়ীই করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়ম মেনে বাড়ি নিয়ে গিয়ে শিল্পীর মরদেহকে স্নান করানো হবে। তার পর কবরস্থানে শেষকৃত্য হবে তাঁর। শিল্পীকে সমাধিস্থ করতে টালিগঞ্জের কবরস্থানকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই যাবতীয় রীতিনীতি মেনে সমাধিস্থ করা হবে শিল্পীকে। দীর্ঘ কর্মজীবনে একাধিক সম্মান পেয়েছেন শিল্পী, সেই তালিকায় রয়েছে, ‘পদ্মশ্রী’, ‘বঙ্গভূষণ’, ‘পদ্মভূষণ’, ‘সাহিত্য নাটক অকাদেমি পুরস্কার’। শিল্পী চলে গিয়েছেন, এখনও বিশ্বাস হচ্ছে না, গায়ে কাঁটা দিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পীর পরিবারের অভিভাবকের ভূমিকায় আগামী দিনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
DISCLAIMER
Our news media denounces any form of bias and disapproves of sensationalism. The disseminated news is entirely educational and aimed at social awareness. Our media maintains absolute impartiality, adhering solely to the purpose of education and social consciousness.